শত্রুতা মাছুমের সঙ্গে, প্রতিশোধ রুই-কাতলায়

মিরসরাইয়ে পূর্বশত্রুতার জের ধরে একটি পুকুরে বিষ ঢেলেছে প্রতিপক্ষ। এতে মারা গেছে প্রায় আড়াই লাখ টাকার মাছ।

শুক্রবার (২১ মে) রাতে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে মো. সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে মিরসরাই থানায় অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত মো. গোলাম সরওয়ার মাছুম।

মাছুম আলোকিত চট্টগ্রামকে বলেন, আমি গত কয়েক বছর ধরে এলাকার বিভিন্ন পুকুর ইজারা নিয়ে মাছ চাষ করে আসছি। একটি পুকুরের ইজারা নিয়ে আমাদের গ্রামের সাজ্জাদের সঙ্গে বেশ কিছুদিন ধরে ঝামেলা চলছিল। শুক্রবার রাতে সে আমার পুকুরে বিষ ঢেলে দেয়। এতে রুই, কাতলা, মৃগেল, তেলাপিয়া, পাঙ্গাসসহ বিভিন্ন প্রজাতির প্রায় আড়াই লাখ টাকার মাছ মরে ভেসে উঠে। আমি বিষয়টি স্থানীয় মেম্বার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অবহিত জানিয়ে থানায় অভিযোগ করেছি।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে নিজামপুর পুলিশ তদন্তকেন্দ্রের উপ-পরিদর্শক মো. কোহিনুর ইসলাম আলোকিত চট্টগ্রামকে বলেন, পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আজিজ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!