হোটেল উজালার কাঁধে লাখ টাকা জরিমানা—মৌসুমি ফল রেখে মামলা খেল ৮ ব্যবসায়ী

রান্নাঘরে নোংরা ও দুর্গন্ধ থাকার দায়ে লাখ টাকা জরিমানা করা হয়েছে নগরের স্টেশন রোডে হোটেল উজালাকে।

সোমবার (২০ জুন) সকালে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এ অভিযান চালান।

আরও পড়ুন: ট্রেড লাইসেন্স না থাকায় জরিমানা খেল ১৩ প্রতিষ্ঠান

নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী আলোকিত চট্টগ্রামকে বলেন, নোংরা ও দুর্গন্ধময় পরিবেশে খাদ্য প্রস্তুতসহ কর্মচারীদের স্বাস্থ্য সনদ না থাকার অপরাধে হোটেল উজালাকে ১ লাখ টাকা জরিমানা করেছি। এছাড়া স্টেশন রোডের ফুটপাত ও রাস্তা দখল করে বিভিন্ন মৌসুমি ফল রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ৮ ব্যবসায়ীর বিরুদ্ধে মামলাসহ ২৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানে চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও নগর পুলিশ সহায়তা করে।

আরএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!