‘লকডাউন স্পেশাল’—চড়া ভাড়ায় লোকাল, অলংকারে ঢাকার ডাক

চট্টগ্রামসহ সারাদেশে চলছে সাতদিনের ‘কঠোর লকডাউন’। সরকারি বিধিনিষেধে লকডাউন চলাকালে গণপরিবহন, অফিস-আদালত বন্ধ রাখতে বলা হয়েছে। নির্দেশনা অনুযায়ী বন্ধ রয়েছে অধিকাংশ মার্কেট-দোকানপাটও।

এদিকে গণপরিবহন বন্ধ থাকার সুযোগে নগরে চড়া ভাড়ায় যাত্রী নিচ্ছে বেশকিছু প্রাইভেট কার ও মাইক্রোবাস। যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও যাত্রী নেওয়া হচ্ছে মোটরসাইকেলেও।

গত কয়েকদিনে সরেজমিন নগরের বিভিন্ন স্থান ঘুরে এ চিত্র দেখা গেছে।

নগরের অলংকার মোড়ে ঢাকার পথে ডেকে ডেকে যাত্রী তুলতে দেখা গেছে একটি প্রাইভেট কারকে। জিইসি মোড়ে ‘লোকাল’ যাত্রী তোলেন এক মাইক্রোবাসের চালক। একই এলাকায় মোটরসাইকেলেও তোলা হচ্ছিল আরোহী।

শুধু অলংকার ও একে খান মোড়ই নয়। নগরের বিভিন্ন স্থানে লকডাউনের মধ্যেই ব্যক্তিগত বাহনে তোলা হচ্ছে যাত্রী। শুধু নগরের মধ্যেই নয়। জেলার বাইরের গন্তব্যেও তোলা হচ্ছে যাত্রী।

এছাড়া নিষেধাজ্ঞা সত্ত্বেও নগরের বিভিন্ন স্থানে চলছে বেশকিছু সিএনজিচালিত অটোরিকশাও। কিছু অটোরিকশায় করোনা রোগী পরিবহনের ব্যানার ঝুলিয়ে সাধারণ যাত্রী তুলতে দেখা গেছে।

এদিকে লকডাউনে গণপরিবহন না থাকার সুযোগে অনেক এলাকায় ইচ্ছেমতো ভাড়া্ হাঁকছেন রিকশাচালকরা। রাস্তায় নেমেছে ব্যাটারিচালিত রিকশাও।

প্রসঙ্গত, শুক্রবার (৯ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ২ হাজার ১০০ নমুনা পরীক্ষায় ৭৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৫১০ জন নগরের এবং ২৭৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। একইসময়ে মারা গেছেন ১০ করোনা রোগী। এরমধ্যে ২ জন নগরের এবং ৮ জন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রামে এ নিয়ে মৃত্যু হয়েছে ৭৫৪ জন করোনা আক্রান্ত রোগীর। অন্যদিকে এখন পর্যন্ত চট্টগ্রামের মোট ৬৩ হাজার ৬৯৬ নমুনায় করোনা শনাক্ত হয়েছে।

জেডএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!