র‌্যাবের জালে বাড়বকুণ্ডের ত্রাস কবির

অবৈধ অস্ত্র, হত্যা, ডাকাতি, ছিনতাই ও মাদকসহ ১০ মামলার আসামি কবির আহমেদকে (৩৬) গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (১৪ সেপ্টেম্বর) সীতাকুণ্ড থানার বাড়বকুণ্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: অস্ত্রের ভাণ্ডারসহ র‌্যাবের জালে ১২ জলদস্যু, সবাই ডাকাতি-অপহরণ মামলার আসামি

তিনি বলেন, কয়েকদিন ধরে র‌্যাব-৭ চট্টগ্রামে অভিযোগ আসে, সীতাকুণ্ডের ৫নং বাড়বকুণ্ড ইউনিয়ন এলাকায় মো. কবির আহমেদ অস্ত্রের ভয় দেখিয়ে চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক কারবারিসহ বিভিন্ন অপকর্ম করছে। এমন অভিযোগের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে কবির আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কবির বিভিন্ন অপকর্মের কথা অকপটে স্বীকার করেছেন।

তিনি আরও বলেন, ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস) পর্যালোচনা করে কবির আহমেদের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় অবৈধ অস্ত্র, হত্যা, হত্যা-চেষ্টা, চুরি, ডাকাতি, ছিনতাই, মাদকসহ মোট ১০টি মামলা পাওয়া যায়। গ্রেপ্তারের আগে সে বাড়বকুণ্ড এলাকাটি ত্রাসে পরিণত করেছিল।

এনইউএস/এসআই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!