রোহিঙ্গা সন্ত্রাসীদের কাছে অস্ত্র পাচার করে এনজিও কর্মী আরিফ

দেখতে সুদর্শন। বাচনভঙ্গিও চমৎকার। পেশায় এনজিও কর্মী। কিন্তু আড়ালে তিনিই অস্ত্র ব্যবসায়ী! গত এক বছর ধরে তিনি কৌশলে অস্ত্র সরবরাহ করছিলেন রোহিঙ্গা সন্ত্রাসীদের কাছে।

এনজিও কর্মী সেজে বারবার পুলিশের চোখে ধুলো দিলেও এবার আর শেষ রক্ষা হয়নি। অস্ত্র ব্যবসায়ী এনজিও কর্মী আরিফ উল্লাহকে (২৫) অবশেষে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় দুটি এলজি

সোমবার (২০ নভেম্বর) রাতে শহরের ৬ নম্বর ঘাট থেকে তাকে অস্ত্রসহ আটক করা হয়।

আরও পড়ুন : রোহিঙ্গা ক‌্যাম্পে কঠোর অভিযান

মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মিজানুর রহমান।

আরিফ উল্লাহ মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছড়ার বারঘরপাড়ার আবুল কালামের ছেলে।

পুলিশ জানায়, গত এক বছর ধরে রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠীর কাছে অস্ত্র সরবরাহ করছিলেন আরিফ উল্লাহ। প্রতিটি অস্ত্রের মূ্ল্য ১৮ হাজার টাকা। এসব অস্ত্র তৈরি হয় মহেশখালীর গহীন পাহাড়ের কারখানায়। এনজিও কর্মী পরিচয় বেশ কয়েকবার অস্ত্র নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে পাচার করেন তিনি। একইভাবে গত সোমবার রাতে পাচারের সময় শহরের ৬ নম্বর ঘাট থেকে তাকে অস্ত্রসহ হাতেনাতে আটক করা হয়।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মিজানুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে এনজিও কর্মী আরিফ উল্লাহর ওপর নজর রাখা হচ্ছিল। তিনি এনজিও কর্মী পরিচয়ের আড়ালে অস্ত্র সরবরাহ করতেন। পুরো চক্রের বিষয়ে তথ্য নেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে তাদেরও আইনের আওতায় আনা হবে।

বিডি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!