রেলের বিদ্যুৎ চুরিতেই ঝাউতলার ১৫ গ্যারেজে অটোরিকশা চার্জ বাণিজ্য

নগরের পাহাড়তলীর ঝাউতলা রেলক্রসিং এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বৈদ্যুতিক সরঞ্জাম জব্দ করেছে বিদ্যুৎ বিভাগ।

বৃহস্পতিবার (১২ মে) সকাল ৭টায় অভিযান পরিচালিত হয়েছে বলে নিশ্চিত করেছেন বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী শাকের।

বৈদ্যুতিক বিভাগ সূত্রে জানা গেছে, ঝাউতলা এলাকার রেলক্রসিংয়ের পাশে গড়ে উঠা কিছু গ্যারেজে রেলওয়ে বিদ্যুৎ লাইনের সংযোগ ব্যবহার করে বিদ্যুৎচালিত রিকশায় চার্জ দিয়ে আসছিল।

খবর পেয়ে বিদ্যুৎ বিভাগ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সহায়তায় অভিযান চালিয়ে ৪৯টি রিকশার ব্যাটারি, ১৭টি চার্জ মেশিন ও বিদ্যুৎ কেবল জব্দ করে। পরে জব্দ করা সরঞ্জাম জ্বালিয়ে ধ্বংস করা হয়। এ ঘটনায় একজনকে আটকের পর মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

সিএম/এসআই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!