ফুটপাত দখল করে মামলা খেল ১০ জন, দুদোকানের পলিথিন জব্দ

নগরে ফুটপাত ও রাস্তা দখল করায় মামলাসহ ১০ ব্যক্তিকে ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আতুরারডিপো কাঁচাবাজারের দুই দোকান থেকে জব্দ করা হয়েছে নিষিদ্ধ পলিথিন।

সোমবার (৯ মে) সকালে নগরের চান্দগাঁওয়ের বিভিন্ন এলাকা ও আতুরারডিপো কাঁচাবাজারে এ অভিযান চালায় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক)। এতে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন।

আরও পড়ুন: নগরের ৩ স্পটে অভিযানে মামলা খেল ১৮ দোকান মালিক

চসিক জানায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে পলিথিনমুক্ত পরিবেশবান্ধব নগরী গড়ার লক্ষ্যে পাঁচলাইশ থানার আতুরারডিপো কাঁচাবাজারে অভিযান চালানো হয়। এই সময় দুটি দোকান থেকে পলিথিন ব্যাগ জব্দ করা হয়। একইসঙ্গে পলিথিন ব্যাগ বর্জনের জন্য দোকানদার ও ক্রেতাদের সচেতন করা হয়।

একইদিন অপর অভিযানে নেতৃত্ব দেন স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন। নগরের চান্দগাঁও আরাকান রোড, পুরাতন চান্দগাঁও থানা ও মৌলভী পুকুরপাড় এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় রাস্তা ও ফুটপাতে নির্মাণসামগ্রী রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ১০ ব্যক্তির বিরুদ্ধে মামলাসহ ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন: কর্ণফুলী কমপ্লেক্সের ৫ দোকানের সঙ্গে মামলা খেল মালঞ্চ

এরপর একই আদালত চসিকের নিরাপদ খাদ্য পরিদর্শকের করা মামলায় চার ব্যক্তিকে ৩৬ হাজার টাকা জরিমানা করেন।

অভিযানে চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা করে।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!