রেলের দুর্নীতি আন্দোলনের সেই রনি এলেন ১১ নিহতের এলাকা হাটহাজারীতে

মিরসরাইয়ের বড়তাকিয়া এলাকায় ট্রেন দুর্ঘটনায় নিহতের বাড়িতে গেলেন রেলখাতের দুর্নীতির বিরুদ্ধে আলোচিত আন্দোলনকারী মহিউদ্দিন রনি। এ সময় তিনি শোকাহত পরিবারের স্বজনদের সান্ত্বনা ও দোষীদের শাস্তি দাবি করেন।

সোমবার (১ আগস্ট) সকাল ১০টায় তিনি হাটহাজারীর চিকনদন্ডী ইউনিয়নের যুগীরহাট হাট এলাকায় নিহতদের বাড়ি যান। এসময় তিনি নিহত সজিব, গাড়ি চালক নিরুর বাসায় যান। তিনি বাসায় গেলে নিহতের স্বজনদের মাঝে কান্নার রোল পড়ে যায়। তিনি স্বজনদের সান্ত্বনা দেন। স্বজনেরা তার কাছে নিহতদের ক্ষতিপূরণ ও আহতদের চিকিৎসা ব্যয় বহনের দাবি জানান। এছাড়া তিনি এলাকাবাসীদের কথা বলেন।

মহিউদ্দিন রনি আলোকিত চট্টগ্রমাকে বলেন, আমি রেলখাতের দুর্নীতি নিয়ে আন্দোলন করে আসছি। আজ সকালে নিহতের স্বজনদের সান্ত্বনা দেওয়ার জন্য গিয়েছিলাম। তারা স্বজন হারানোর ব্যথায় খুবই শোকাহত। তাদের সান্ত্বনা দেওয়ার ভাষা নেই। আমি নিহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ ও চিকিৎসা ব্যয় বহনের দাবি জানাই।

সিএম/এসআই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!