সাঁতরে মিয়ানমার চলে গেল মাদক কারবারিরা, রেখে গেল আইস—ইয়াবা

কক্সবাজারের টেকনাফের নাফ নদের জালিয়ার দ্বীপ এলাকায় ৪ কেজি ১৭৫ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মো. ইফতেখার এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: সন্ধ্যা হলেই মুন্সিপাড়ায় ইয়াবা বিক্রি করতে আসে ৩ যুবক

বুধবার (১৯ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বুধবার ভোরে মিয়ানমার থেকে নাফ নদ হয়ে মাদকের একটি বড় চালান জালিয়ার দ্বীপ সীমান্তে প্রবেশ করছে বলে খবর পাই। এরপর বিজিবির দুটি টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় একটি কাঠের নৌকা শূন্যরেখা অতিক্রম করে ওই এলাকায় ঢুকলে বিজিবির টহল দল নৌকাটিকে চ্যালেঞ্জ করে।

নৌকাটি মিয়ানমারের দিকে চলে যেতে চাইলে টহল দল তাদের ধাওয়া করে। বিজিবি নৌকা লক্ষ্য করে গুলি করলে মাদককারবারিরা নদীতে লাফিয়ে পড়ে সাঁতরে মিয়ানমার সীমান্তে চলে যায়।

পরে নৌকাটি তল্লাশির পর ক্রিস্টেল মেথ ও ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় টেকনাফ মডেল থানায় মামলা করা হয়েছে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!