রাত হলেই হয়ে যায় রোগী, আনন্দবাজারে বেরিয়ে এল থলের বিড়াল

মধ্যরাতে নগরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করেন তারা। হঠাৎ অসুস্থতার ভান ধরে মাটিতে পড়ে থাকে একজন। তাকে হাসপাতালে নিতে ভাড়া করা হয় অটোরিকশা। পরে তাদের নির্দিষ্ট জায়গায় পৌঁছালে অটোরিকশা চালককে মারধর করে মুহূর্তের মধ্যে পালিয়ে যায় অটোরিকশা নিয়ে। এরপর ছিনিয়ে নেওয়া অটোরিকশার নম্বর প্লেট পরিবর্তন করে বিক্রি করেন।

বুধবার (৯ ফেব্রুয়ারি) ভোরে বায়েজিদ থানার আনন্দবাজার এলাকায় চোরাই অটোরিকশা বিক্রি করতে গেলে চক্রের ২ জনকে বায়োজিদ থানা পুলিশ হাতেনাতে আটক করে।

আটকরা হলেন- শাহাব উদ্দিন (২৪) ও মো. আলাউদ্দিন (২৯)। দুজনের বাড়িই হাটহাজারী থানার নতুন বাজার এলাকায়।

আরও পড়ুন: জঙ্গলে হারিয়ে গেলেন ডায়াবেটিস রোগী, স্বজনরা ফোন দিলেন ৯৯৯-এ

যোগাযোগ করা হলে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান আলোকিত চট্টগ্রামকে বলেন, দীর্ঘদিন ধরে অটোরিকশা ছিনতাইচক্রের তথ্য আমাদের কাছে ছিল। তারপর থেকে আমরা চক্রটিকে ধরতে মাঠে কাজ করছিলাম। আজ (বুধবার) ভোরে বায়েজিদ আনন্দবাজার এলাকায় চোরাই অটোরিকশা বিক্রি করতে এলে হাতেনাতে ছিনতাইচক্রের দুই সদস্যকে আটক করি।

তিনি আরও বলেন, তারা মূলত নির্দিষ্ট পয়েন্টে অবস্থান নিয়ে রোগী সেজে অটোরিকশায় উঠেন। এরপর সুযোগ বুঝে চালককে মারধর করে গাড়ি নিয়ে পালিয়ে যায়। আটকদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

এএইচ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!