রাতের আঁধারে ভাঙচুর করে আগুন দেওয়া হলো নৌকার প্রচারকেন্দ্রে

সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মো. শওকত আলী জাহাঙ্গীরের নির্বাচনি প্রচারকেন্দ্রে ভাঙচুর ও অগ্নিসংযোগ করার অভিযোগ পাওয়া গেছে।

রোববার (৭ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটেছে বলে জানান মো. শওকত আলী জাহাঙ্গীর।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আরও পড়ুন : প্রধানমন্ত্রীর উপহারের ঘর ভাঙচুর—সামনেই যুবলীগের বদি

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাঁশবাড়িয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাইজ্জ্যারপাড়া এলাকায় নৌকার প্রার্থী মো. শওকত আলী জাহাঙ্গীরের নির্বাচনি প্রচারণাকেন্দ্রে রোববার গভীর রাতে একদল দুর্বৃত্ত হামলা করে। তারা কেন্দ্রে ব্যাপক ভাঙচুর চালায়। পরে অগ্নিসংযোগ করে।

নৌকার প্রার্থী মো. শওকত আলী জাহাঙ্গীর আলোকিত চট্টগ্রামকে বলেন, আমার নির্বাচনি প্রচারণাকেন্দ্রে হামলা চালিয়ে পুরোটাই ভেঙে ফেলেছে। শুধু তাই নয়, শেষে আগুনও লাগিয়ে দেওয়া হয়। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজন এ ঘটনা ঘটাতে পারে বলে আমার ধারণা।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, বাঁশবাড়িয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে নৌকার প্রার্থীর প্রচারণাকেন্দ্র ভাঙচুর ও অগ্নিসংযোগ করার সত্যতা পেয়েছি। আমরা এ বিষয়ে থানায় অভিযোগ দিতে বলেছি।

সালাউদ্দিন/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!