রাউজানে রাতের আগুনে ৭০ লাখ টাকার ক্ষতি

রাউজানে আগুনে পুড়ে গেছে ৫ ব্যবসা প্রতিষ্ঠান। শনিবার (২৭ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার বিনাজুরী ইউনিয়নের প্রাণকেন্দ্র কাগতিয়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে অনিল কান্তি বড়ুয়ার মুদি দোকান এবি স্টোর, মিন্টু দাশের মাছের আড়ত এসপি ফিস, মৃত বিকাশ শীল ও শচীনাথ শীলের যৌথ মালিকানার মিনি রাইসমিল, গোপাল মল্লিকের সবজির দোকান ও সুমন ধরের একটি স্বর্ণের দোকান পুড়ে যায়। আগুনের ঘটনায় প্রায় ৭০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

আরও পড়ুন : মধ্যপ্রাচ্য থেকে এসেই লাশ রাউজানের যুবক

পরে সংবাদ পেয়ে রাউজান ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান রবীন্দ্রলাল চৌধুরী বলেন, আগুন লাগার খবর পেয়ে আমি দ্রুত বিষয়টি রাউজান ফায়ার সার্ভিসকে জানাই। এরপর ফায়ার সার্ভিস, ব্যবসায়ী ও স্থানীয় মানুষের চার ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এর আগেই ৫ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়।

কাগতিয়া বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি নজমুল খান চৌধুরী বলেন, আগুন লাগার সংবাদে বাজারের ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে আসায় ভয়াবহ ক্ষয়ক্ষতি থেকে রক্ষা হয়।

এদিকে আজ (রোববার) সকালে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শনে যান রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম, রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন, বিনাজুরী ইউপি চেয়ারম্যান রবীন্দ্রলাল চোধুরী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ। এ সময় সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর নির্দেশে ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীদের সহযোগিতার প্রতিশ্রুতি দেওয়া হয়।

এসএ/এসআর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!