রাউজানে মন্দিরের সিসি ক্যামেরা ভেঙে সোনার চেইন—বেলপাতা চুরি

রাউজানে শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। এসময় স্বর্ণের চেইন, স্বর্ণের একটি বেলপাতা, পূজার ব্যবহৃত প্রায় ৩০ কেজি কাঁসা-পিতল, ব্যাটারিসহ দামি আসবাবপত্র লুট করে নিয়ে যায় চোরেরা।

সোমবার (১ এপ্রিল) রাতে উপজেলার ডাবুয়া ইউনিয়নের রামানাথপাড়া এলাকার এ মন্দিরে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় অভিযোগ করেছে মন্দির কমিটি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আরও পড়ুন : পটিয়ায় খোঁজ মিলল বুড়া কালী মন্দিরের সোনার তাজ, বস্তায় নকল সোনা

মন্দির কমিটির সাধারণ সম্পাদক পংকজ চক্রবর্তী আলোকিত চট্টগ্রামকে বলেন, রাতের অন্ধকারে চোরের দল মন্দিরে প্রবেশ করে নিচতলা ও দ্বিতীয় তলার ছয়টি সিসি ক্যামেরা ভাঙচুর করে। পরে মন্দিরে থাকা স্বর্ণালংকার, দান বাক্সের টাকা ও দামি আসবাবপত্র করে চুরি নিয়ে যায়। সবমিলিয়ে প্রায় দুলাখ টাকার ক্ষতি হয়েছে।

যোগাযোগ করা হলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিদ হোসেন বলেন, চুরির ঘটনায় মন্দির কমিটি থানায় অভিযোগ করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।

এসএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!