রাউজানে এনজিওর টাকার দ্বন্দ্বে ধারালো ছুরির আঘাতে যুবক রক্তাক্ত

রাউজানে রাতের আঁধারে মো. হান্নান (৪০) নামে এক যুবককে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারী-পুরুষসহ ৬ জনের নাম উল্লেখসহ আরও ৬ জনকে অজ্ঞাত করে থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী।

বৃহস্পতিবার (৭ জুলাই) রাত সাড়ে ৯টায় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মুন্সির পুকুর পাড়ে ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

আহত হান্নান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাজী ইউনুছ সিকদার বাড়ির মো. শামসুল হকের ছেলে।

আরও পড়ুন: রাউজানে ২ ভাইকে লাশ করে দেওয়া চালকের ‘লাইসেন্স’ নেই

এদিকে এ ঘটনায় রাতে রাউজান থানায় মিজানুর রহমানের ছেলে মো. রনি (১৯), জসিম উদ্দিনের ছেলে আবুল বশর (৫৫), তাঁর স্ত্রী অনুরা বেগম (৪৫), মেয়ে মার্জিয়া খাতুন (২০), মুজিবুর রহমান ও তাঁর স্ত্রী সাবিকুন নাহারসহ অজ্ঞাত আরও ৫-৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন ভুক্তভোগী যুবক।

অভিযোগ সূত্রে জানা যায়, এনজিও সংস্থা থেকে কিস্তির টাকা নিয়ে দেওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডার একপর্যায়ে অভিযুক্তরা হান্নানকে ধারালো ছুরি দিয়ে জখমসহ মারধর করেন। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এ বিষয়ে জানতে চাইলে রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল আলোকিত চট্টগ্রামকে বলেন, ছুরিকাঘাতের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে। ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!