রক্তাক্ত গ্রাম পুলিশ౼অপরাধ আসামির বাড়ি দেখিয়ে দিয়েছিলেন

মহেশখালীতে আসামিদের বাড়ি চিনিয়ে দেওয়ায় হামলার শিকার হয়েছেন মো. আবুল কালাম নামের এক গ্রাম পুলিশ। হামলায় তাঁর বাম হাত মারাত্মক জখম হয়।

শনিবার (১১ ডিসেম্বর) সকাল ১১টায় বড় মহেশখালী ইউনিয়নের দেবাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এদিকে এ ঘটনায় মহেশখালী থানায় মামলা করেছেন ভুক্তভোগীর পরিবার।

আরও পড়ুন: রক্তাক্ত যুবক—পেট্রোল পাম্পে শ্যামলী বাস রেখে পালিয়ে গেল চালক

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২ ডিসেম্বর বড় মহেশখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত বকসুর ছেলে ফজল কাদের, মোরশেদুল ইসলাম ও মো. হামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে মহেশখালী থানা পুলিশ। আসামিদের বাড়ি চিনিয়ে দেন গ্রাম পুলিশ আবুল কালাম।

এরই জের ধরে আজ (শনিবার) সকালে মো. সিকদারের চায়ের দোকানে তার উপর হামলা হয়। হামলায় তাঁর বাম হাত মারাত্মকভাবে জখম হয়। স্থানীয়রা তাঁকে মহেশখালী হাসপাতালে ভর্তি করে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

যোগাযোগ করা হলে মহেশখালী থানার ওসি মো. আব্দুল হাই ঘটনার সত্যতা নিশ্চিত করে আলোকিত চট্টগ্রামকে বলেন, গ্রাম পুলিশ মো. আবুল কালামকে মারধরের অভিযোগ পেয়েছি। তদন্ত করে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শাহাবউদ্দীন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!