যে নিয়মে চলবে চট্টগ্রাম-ঢাকা-সিলেটের ট্রেন, সময়সূচিতে যা থাকছে

চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাত্রীবাহী ট্রেন চলাচল আবারও শুরু হচ্ছে বৃহস্পতিবার (১৫ জুলাই)। গন্তব্য ও ট্রেনভেদে চলবে ২০ ও ২২ জুলাই পর্যন্ত। ঈদের দিন (২১ জুলাই) কোনো ট্রেন চলাচলের সময়সূচি রাখা হয়নি।

মঙ্গলবার (১৩ জুলাই) রেল পূর্বাঞ্চলের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এদিকে মঙ্গলবার (১৩ জুলাই) বিকেল থেকে শুরু হচ্ছে অনলাইনে টিকিট বিক্রি কার্যক্রম।

১৫-২০ জুলাই ও ২২ জুলাই চলবে যেসব ট্রেন

সুবর্ণ এক্সপ্রেস (চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম), মহানগর গোধূলি/তূর্ণা (চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম), পাহাড়িকা/উদয়ন এক্সপ্রেস (চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম), মেঘনা এক্সপ্রেস (চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম), সোনার বাংলা এক্সপ্রেস (চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম), ঢাকা/চট্টগ্রাম মেইল (চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম), কর্ণফুলী কমিউটার (চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম) ও সাগরিকা কমিউটার (চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম)।

১৫-২০ জুলাই চলবে যেসব ট্রেন

মহানগর প্রভাতি/তূর্ণা (চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম), পাহাড়িকা/উদয়ন এক্সপ্রেস (সিলেট-চট্টগ্রাম-সিলেট) ও ময়মনসিংহ এক্সপ্রেস (চট্টগ্রাম-বঙ্গবন্ধু সেতুপূর্ব-চট্টগ্রাম)।

জেডএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!