যে কারণে মহসিন কলেজে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়াল ছাত্রলীগ

চট্টগ্রাম নগরের হাজী মুহাম্মদ মহসিন কলেজ ছাত্রলীগের দুগ্রুপে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন দুজন।

বুধবার (৪ অক্টোবর) বেলা ১২টার দিকে কলেজের বিজ্ঞান বিভাগের সামনে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- রবিউল ওয়াহাব কমল ও মু. সুহাদ। এদের মধ্যে রবিউল আ জ ম নাছির উদ্দীনের ও সুহাদ নওফেল গ্রুপের অনুসারী।

আরও পড়ুন : স্বাধীনতা দিবসে মহসিন কলেজের নাঈম-মিজানরা মাথা ফাটাল ছাত্রলীগ নেতার

প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, একাদশ শ্রেণিতে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে সাংগঠনিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুহসিন কলেজ ছাত্রলীগের সাবেক সিটি মেয়র আ জ ম নাছিরের অনুসারীদের সঙ্গে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারীদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এ সময় দুগ্রুপের মধ্যে বিরাজমান উত্তপ্ত পরিস্থিতির মধ্যে হঠাৎ মাথায় ইটের আঘাতে নওফেল গ্রুপের অনুসারী সুহাদ আহত হলে দুগ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় ছুরিকাঘাতে আ জ ম নাছিরের অনুসারী ও কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রবিউল ওয়াহাব কমল আহত হয়। বেলা ১২টার দিকে শুরু হওয়া সংঘর্ষ চলে দুপুর ২টা পর্যন্ত। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর ছাত্রলীগের দুগ্রুপের নেতাকর্মীরা কলেজ এলাকায় মিছিল করে।

নাম প্রকাশে অনিচ্ছুক হাজী মুহাম্মদ মহসিন কলেজের এক ছাত্রলীগ নেতা আলোকিত চট্টগ্রামকে বলেন, দীর্ঘদিন ধরে কলেজ ছাত্রলীগে অনিয়ম-দুর্নীতি চলছে। নেতৃত্ব জ্ঞানশূন্য ও অছাত্র দ্বারা কলেজে ছাত্রলীগ পরিচালিত হয়ে আসছে বলে ছাত্রলীগের এমন দুর্দশা ও পরিবেশের চরম অবনতি ঘটছে। স্বাভাবিক নিয়মে যথাযথ পদ্ধতিতে নিয়মিত ছাত্রলীগের কমিটি প্রদানের কার্যক্রম চললে এ ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি এবং কলেজের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হতো না।

যোগাযোগ করা হলে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের মজুমদার আলোকিত চট্টগ্রামকে বলেন, মহসিন কলেজ ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষের ঘটনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

জেএন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!