মিরসরাইয়ে রাতের অভিযানে ধরা যুবলীগ নেতাসহ ১০ আসামি

মিরসরাইয়ে বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১০ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে একজন ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

সোমবার (৪ এপ্রিল) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযানে চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: সাজা কাঁধে ঘুরছিল ৪ আসামি, ধরল পুলিশ

পুলিশ জানায়, গ্রেপ্তার আসামিদের মধ্যে পরোয়ানাভুক্ত ৭ জন, সিআর গ্রেপ্তার পরোয়ানাভুক্ত ১ জন ও নিয়মিত মামলার পলাতক আসামি ১ জন।

গ্রেপ্তাররা হলেন- উপজেলার সাহেরখালী ইউনিয়নের পশ্চিম সাহেরখালী গ্রামের মৃত হোসেন আহাম্মদের ছেলে মো. কামাল উদ্দিন, মো. মাহফুজুর রহমান, মো. জসিম উদ্দিন বাচ্চু, উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে জহির আলম, শাহ আলমের ছেলে ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমরান হোসেন রনি, মধ্যম মায়ানীর নেজাম উদ্দিনের ছেলে তোফাজ্জল হোসেন, ওয়াহেদপুর এলাকার আহাম্মদের রহমানের ছেলে আখেরুজ্জামান, বালিয়াদি এলাকার মৃত আহাম্মদ হোসেনের ছেলে মো. ইয়াছিন, উত্তর হাইতকান্দি এলাকার মৃত ডালিম বড়ুয়ার ছেলে রাহুল বড়ুয়া ও রায়পুর এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে জাহেদ হোসেন লাভলু।

আরও পড়ুন: চকরিয়ায় মধ্যরাত থেকে শুরু হওয়া অভিযানে ধরা ২১ আসামি

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারদের মধ্যে এমরান হোসেন রনির বিরুদ্ধে মিরসরাই ও সীতাকুণ্ড থানায় চুরি, মাদক, মারামারিসহ একাধিক মামলা রয়েছে। তিনি ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

এ বিষয়ে মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, সোমবার রাতে থানা পুলিশের কয়েকটি টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত ৭ জন, সিআর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১ জন ও নিয়মিত মামলার পলাতক ১ জন আসামিকে গ্রেপ্তার করেছে। তাদের আজ (মঙ্গলবার) সকালে আদালতে পাঠানো হয়েছে।

আজিজ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!