চকরিয়ায় মধ্যরাত থেকে শুরু হওয়া অভিযানে ধরা ২১ আসামি

চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ২১ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৪ মার্চ) রাত থেকে শনিবার (৫ মার্চ) দুপুর পর্যন্ত উপজেলার ১৮ ইউনিয়ন ও এক পৌরসভা এলাকায় ১২ ঘণ্টার বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। তবে গ্রেপ্তারদের পরিচয় জানা যায়নি।

চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. তফিকুল আলম ও ওসি মু. ওসমান গনি অভিযানে নেতৃত্ব দেন।

আরও পড়ুন: পালিয়েও বাঁচতে পারল না মাদক—যৌতুক মামলার ২ আসামি

চকরিয়া থানা পুলিশ জানায়, কক্সবাজার জেলা পুলিশের সহযোগিতায় শুক্রবার রাত ১২টা থেকে শনিবার বেলা ১২টা পর্যন্ত ১২ ঘণ্টার বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জিআর মামলার ১১ জন, সি আর মামলার ৯ জন ও সাজাপ্রাপ্ত ১ জনসহ ২১ আসামিকে গ্রেপ্তার করা হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. ওসমান গনি আলোকিত চট্টগ্রামকে বলেন, ওয়ারেন্ট তামিল করতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ২১ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

মুকুল/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!