রামবাজারে লুকিয়ে ছিল যাবজ্জীবন সাজার খুনি

রাউজানে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সুলতান আহাম্মদকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সোমবার (৩০ জানুয়ারি) রাত ৮টার দিকে পশ্চিম গুজরা ইউনিয়নের রামবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সাজাপ্রাপ্ত সুলতান আহাম্মদ একই এলাকার মৃত লাল মিয়ার ছেলে।

আরও পড়ুন :‘চাঁদা’ দিয়ে সিএনজি অটোরিকশা সমিতিতে ঢুকতে না পেরে ‘চালক’ খুন

বিষয়টি নিশ্চিত করে রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল বলেন, ১৯৯৬ সালের একটি হত্যা মামলার আসামি ছিলেন সুলতান আহাম্মদ। মামলায় দোষী প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন সাজা দেন আদালত। এরপর থেকে দীর্ঘদিন পলাতক ছিলেন তিনি।

সেকেন্ড অফিসার আরও বলেন, সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সকালে তাকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এসএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!