মোবাইল ফোনে ভ্যাট বাড়তে পারে, দামও

মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) বাড়তে পারে দেশে উৎপাদিত মোবাইল ফোনে। এমন হলে বাড়তে পারে মোবাইল ফোনের দামও।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্র বলছে, আগামী ২০২৩–২৪ অর্থবছরের জাতীয় বাজেটে দেশি কোম্পানির মোবাইল ফোনের উৎপাদন পর্যায়ে ভ্যাট বসানোর প্রস্তাব আসতে পারে। এক্ষেত্রে ভ্যাট বসতে পারে তিন স্তরে।

যেসব প্রতিষ্ঠান নিজেরাই যন্ত্রপাতি ও যন্ত্রাংশ বানাবে ও মোবাইল ফোন উৎপাদন করবে, তাদের ৩ শতাংশ হারে ভ্যাট দিতে হতে পারে।

আবার যেসব প্রতিষ্ঠান মোবাইল ফোন সংযোজন করে, তাদের ক্ষেত্রে দুভাবে ভ্যাট আরোপ হতে পারে। কমপক্ষে দুটি যন্ত্রাংশ নিজেরা বানিয়ে মোবাইল ফোন তৈরি করলে বর্তমানে ৩ শতাংশ ভ্যাট দিতে হয়। আগামী অর্থবছরে এটি বাড়িয়ে ৫ শতাংশ করা হতে পারে।

অন্যদিকে যেসব প্রতিষ্ঠান সব যন্ত্রাংশ আমদানি করে শুধু দেশে সংযোজন করে তাদের সাড়ে ৭ থেকে ১০ শতাংশ ভ্যাট দিতে হতে পারে। এখন তারা ৫ শতাংশ হারে ভ্যাট দিচ্ছে।

বর্তমানে দেশে ১৪টি প্রতিষ্ঠান মুঠোফোন উৎপাদন করছে। বছরে দেশে স্মার্টফোনের চাহিদা কোটির কাছাকাছি। এ চাহিদার বড় অংশের যোগান দেন দেশীয় মুঠোফোন উৎপাদকেরা। তারা নকিয়া, স্যামসাং, অপো, বিভো, টেকনো, সিম্ফনি, ওয়ালটন, শাওমি, রিয়েলমি, লাভাসহ বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন উৎপাদন করে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!