জাফর আলমের পর এবার মোছলেম উদ্দিনকে নির্বাচন কমিশনের চিঠি

নির্বাচনি আচরণবিধি ভঙ্গের অভিযোগে শনিবারের (২৫ ডিসেম্বর) মধ্যে নির্বাচনি এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাংসদ ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাফর আলমকে। এবার অভিন্ন অভিযোগ চট্টগ্রাম-৮ আসনের (চান্দগাঁও-বোয়ালখালী) সাংসদ ও দক্ষিণ জেলা আওয়ামী লীগে সভাপতি মোছলেম উদ্দিন আহমেদের বিরুদ্ধে।

শনিবার (২৫ ডিসেম্বর) নির্বাচন কমিশন থেকে চিঠি এসেছে সাংসদ মোছলেম উদ্দিনের কাছে। নির্বাচন সচিবালয়ের উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত সেই চিঠিতে তাঁকে সতর্ক করা হয়েছে।
সাংসদ মোছলেম উদ্দিন না থাকায় তাঁর পক্ষে চিঠিটি গ্রহণ করেন বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী।

আরও পড়ুন :‘নির্দেশ’—আজকের মধ্যেই এলাকা ছাড়তে হবে সাংসদ জাফর আলমকে

চিঠিতে মোছলেম উদ্দিন আহমেদকে নির্বাচনি প্রচারণায় অংশ না নিতে বলা হয়েছে।

অভিযোগ রয়েছে, বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বোয়ালখালীর আহলা করলডেঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী মনছুর আলমের পক্ষে প্রচারণায় অংশ নেন মোছলেম উদ্দিন আহমেদ। এ সময় তিনি স্বতন্ত্র প্রার্থীর উদ্দেশ্যে হুমকির সুরে বলেন, ‘ভোটের দিন আমি থাকব, কার কতটা কেশ আছে, আমি দেখে নেব।’

উল্লেখ্য, বোয়ালখালীর সাত ইউনিয়নে আগামী ৫ জানুয়ারি ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!