মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে ৭২-এর সংবিধান পুনঃপ্রতিষ্ঠার দাবি

নানা আয়োজনে উদযাপিত হয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী।

চট্টগ্রাম মহানগর কমিটি নগরের একটি কনভেনশন হলে শনিবার (২০ মে) বিকেলে এ আয়োজন করে।

পরিষদ সভাপতি প্রকৌশলী পরিমল কান্তি চৌধুরী সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃ-তত্ত্ব বিভাগের প্রফেসর ড. রাহমান নাসির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক।

প্রফেসর ড. রাহমান নাসির উদ্দিন বলেন, পূর্ব পাকিস্তানেও আমাদের পূর্ব প্রজন্মের সময় হতে এদেশে সকল সম্প্রদায়ের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে বসবাস করতে দেখেছি। মুক্তিযুদ্ধের চেতনায় অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ার সেই রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ দিয়ে বাংলাদেশ স্বাধীন হলেও বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সম-অধিকারের বিপদর্যয় ঘটে। ১৯৮৮ সালের এই দিনে রাষ্ট্র ধর্ম ইসলাম সংবিধানে যুক্তকরার মধ্যদিয়ে সেই ৭২-এর সংবিধানকে যেমনি কলঙ্কিত করা হয়েছে তেমনি মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলুণ্ঠিত করা হয়েছে।

আরও পড়ুন: নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রধানমন্ত্রীকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের স্মারকলিপি

তিনি বলেন, বাংলাদেশের সকল প্রগতিশীল রাজনৈতিক দলের ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মধ্যদিয়ে ৭২-এর সংবিধান পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব।

সাংবাদিক দেবদুলাল ভৌমিক বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার সকল ব্যক্তি ও রাজনৈতিক দল যার যার স্ব-স্ব অবস্থান থেকে জোরালো আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে অসম্প্রদায়িক রাষ্ট্র ব্যবস্থা ও ৭২-এর সংবিধান পুনঃপ্রতিষ্ঠা হবে।

পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষের পরিচালনায় আরও বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শ্যামল কুমার পালিত, উত্তর জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইন্দু নন্দন দত্ত, সংরক্ষিত কাউন্সিলর নিলু নাগ ও রুমকি সেনগুপ্ত, সুমন কান্তি দে, অ্যাডভোকেট রুবেল পাল এবং অমিত পালিত।

সভা শেষে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। এরপর পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

এর আগে বিকাল ৪টায় নগরের আন্দরকিল্লা থেকে বর্ণিল র‌্যালি মোমিন রোড, চেরাগী পাহাড় ও জামালখান হয়ে সভাস্থলে গিয়ে শেষ হয়। এছাড়া চট্টগ্রাম মহানগরের নবনির্বাচিত কমিটির সবাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!