মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহে ৩ সফল চাষিকে সম্মাননা

‘নিরাপদ মাছে ভরবো দেশ’ এই স্লোগানে মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৪ জুলাই) সকালে উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্ত করে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাসিম আল মাহমুদ। পরে উপজেলা পরিষদের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা কৃষি অফিসের সামনে গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রঘুনাথ নাহা। সিনিয়র মৎস্য কর্মকর্তা নাসিম আল মাহমুদের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. আবু জাফরের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী কেএম সাঈদ মাহমুদ, উপজেলা সমবায় কর্মকর্তা দীপক দাশ ও মৎস্যচাষি মেজবা উল আলম।

এ সময় উপজেলার সফল মৎস্যচাষি ক্যাটাগরিতে কার্প জাতীয় মিশ্র মাছ উৎপাদনে মো. এরাদুল হক ভুট্টো, মনোসেক্স তেলাপিয়া উৎপাদনে মেজবা উল আলম, গুণগত মানের পোনা মাছ উৎপাদনে নুরুল আবছারকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট দেওয়া হয়।

আজিজ/এসআই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!