মিরসরাইয়ে দীঘিতে ভাসছিল যুবকের লাশ

মিরসরাইয়ে দীঘি থেকে মেহেদী হাসান নিশান (১৯) নামে এক মৃগী রোগী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ জুন) দুপুরে উপজেলার ইছাখালী ইউনিয়নের বহদ্দার গ্রাম এলাকার রাস্তার পাশের দীঘিতে ভাসছিল লাশটি।

মেহেদী হাসান নিশান ইছাখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বহদ্দার গ্রামের মো. মফিজের ছেলে।

আরও পড়ুন : শক্ত হয়ে গেছে যুবকের শরীর, রানীর দীঘিতে ভাসছিল লাশ

এ বিষয়ে ইছাখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মহসিন আলোকিত চট্টগ্রামকে বলেন, আজ দুপুরে বহদ্দার গ্রামের রাস্তার পাশের দীঘিতে মেহেদী হাসানের লাশ ভাসতে দেখে স্থানীয়রা আমাকে জানান। আমি জোরারগঞ্জ থানায় জানালে পুলিশ এসে লাশ উদ্ধার করে। নিশানের মৃগী রোগ ছিল। গত সোমবার সন্ধ্যায় হাত-মুখ ধুতে গিয়ে সে দীঘির পানিতে পড়ে যায়।

ইউপি সদস্য আরও বলেন, নিশানের মা মানসিক রোগী। বাবাও মারা গেছেন দীর্ঘদিন। আজ আছরের নামাজের পর জানাজা শেষে লাশ দাফন করা হয়েছে।

যোগাযোগ করা হলে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন বলেন, মেহেদী হাসান নিশানের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে তার মৃগী রোগ ছিল। ধারণা করছি অসুস্থ হয়ে কোনো এক সময় রাস্তার পাশের দীঘির পানিতে পড়ে যায়। পরিবারের লিখিত আবেদনের কারণে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তর করা হয়েছে।

এএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!