মিরসরাইয়ে আবার ডেঙ্গুর ছোবল, এবার কেড়ে নিল ২ মেয়ের মা

মিরসরাইয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুসন্তানের জননী আকলিমা আক্তার (৩৬) নামে এক গৃহবধূ মারা গেছেন।

বুধবার (৬ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রামের ইমপেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত আকলিমা উপজেলার কাটাছরা ইউনিয়নের তেতৈয়া এলাকার বাসিন্দা ও মিরসরাই সাবরেজিস্ট্রি অফিসের নকলনবিশ শাহনেওয়াজ সুমনের স্ত্রী।

আরও পড়ুন : চট্টগ্রামে ডেঙ্গু জ্বর আক্রান্ত মাকে চিরতরে হারাল দুধের শিশু

নিহতের ভাই মাসুদ রানা বলেন, ৫ দিন আগে বোনের ডেঙ্গু শনাক্ত হয়। পরে তাকে চট্টগ্রামের ইমপেরিয়াল হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে মারা যান। সারিকা সারাহ ও সুবাহ রওনক তাবচ্ছুম নামে তার দুজন কন্যাসন্তান রয়েছে।

বারইয়ারহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. নিজাম উদ্দিন বলেন, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৫ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি মারা গেছেন। তিনি দুই কন্যা সন্তানের জননী। মাকে হারিয়ে সন্তানরা এতিম হয়ে গেল।

প্রসঙ্গত, গত ১৯ আগস্ট দুপুরে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গৃহবধূ নাসরিন আক্তার (৩৫) এবং গত ২৬ জুলাই শহীদুল ইসলাম (৪৩) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়।

এএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!