মানিকছড়ি-ফটিকছড়ি সীমান্তে বিপুল অস্ত্রের মজুদ করেছিল মগ লিবারেশন পার্টির ৫ সন্ত্রাসী

খাগড়াছড়ির মানিকছড়ি ও ফটিকছড়ি সীমান্ত থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসময় ৫ জন মগ লিবারেশন পার্টির সদস্যকে আটক করা হয়।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে সিন্দুকছড়ি জোনের আওতাধীন বড়তলী এলাকায় রমজান আলীর বাড়িতে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর ২৪ আর্টি. বিগ্রেড গুইমারা কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মো. কামাল মামুন।

অভিযানে ঘটনাস্থল থেকে ৩টি মর্টার সেল, ১টি একে-৪৭, ১টি এমএ-১, ১টি পিস্তল, ১টি এলজি ও ১টি ২২ রাইফেল অস্ত্র উদ্ধার করা হয়।

ফটিকছড়ি থানার এসআই আলমগীর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে ৫ সন্ত্রাসীকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র।

এসআই/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!