প্রাইভেট কারে ২ কোটি টাকার মাদক চট্টগ্রামে আনছিল ২ যুবক

চট্টগ্রামে ৬৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৭। এসময় একটি প্রাইভেটকার জব্দ করা হয়। উদ্ধার করা ইয়াবার মূল্য ২ কোটি টাকা।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) উপজেলার বটতলী শাহ্ মোহসেন আওলিয়া মাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন— পটিয়া উপজেলার শান্তির হাট এলাকার আব্দুল মালেকের ছেলে মো. চান মিয়া সওদাগর (৬১) এবং একই এলাকার মৃত শফির ছেলে মো. ইসকেন্দর হোসেন বাপ্পী (৩৮)।

আরও পড়ুন : ছেঁড়াদ্বীপের কেয়াবনে বস্তায় বস্তায় মাদক

বুধবার (১৭ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৭।

র‌্যাব জানায়, কক্সবাজার থেকে প্রাইভেটকারে চট্টগ্রামে ইয়াবা পাচার করা হচ্ছিল। খবর পেয়ে ১৬ জানুয়ারি বটতলী শাহ্ মোহছেন আউলিয়া মাজারের পশ্চিম পাশের পাকা রাস্তার উপর চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করা হয়। এসময় সন্দেহজনক একটি প্রাইভেটকারকে থামার সংকেত দিলে গাড়িটি কৌশলে পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে গাড়ির পেছন থেকে ৩২৩টি প্যাকেটে থাকা ৬৪ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধারসহ দুজনকে আটক করা হয়।

এ বিষয়ে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবসার জানান, আনোয়ারা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার মূল্য আনুমানিক ২ কোটি টাকা। আটকদের আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।

কাঞ্চন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!