চট্টগ্রামে রজভীয়া নুরীয়া কমিটির যৌতুক ও মাদকবিরোধী মহাসমাবেশ

রজভীয়া নুরীয়া কমিটির উদ্যোগে যৌতুক ও মাদকবিরোধী মহাসমাবেশ এবং গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ মার্চ) নগরের জমিয়তুল ফালাহ জামে মসজিদ মাঠে এ আয়োজন করা হয়।

অধ্যাপক মো. কাউছার হামিদের সভাপতিত্বে সমাবেশের উদ্বোধন করেন সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী আল-মাইজভাণ্ডারী।

প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী। সংবর্ধিত অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম।

আরও পড়ুন: হযরত শাহ হোসাইনুজ্জামান স্কুলে মা সমাবেশ

সংগঠন সভাপতি পীরে ত্বরিকত আল্লামা আবুল কাশেম নূরী (মজিআ) বলেন, যৌতুক, মাদক ও নারীর প্রতি অবমাননা একটি বড় সামাজিক ব্যাধি। সামাজিক দায়বদ্ধতা, ঈমানি তাড়না ও মানবিক কর্তব্যবোধ থেকেই আমি ১৪ বছর আগে এই আন্দোলন শুরু করি। যৌতুকবিরোধী আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে কন্যাদায়গ্রস্ত পরিবারগুলোকে বাঁচাতে হবে।

সমাবেশে বক্তব্য রাখেন মু. মাছুমুর রশিদ কাদেরী, মু. মিনহাজ উদ্দিন সিদ্দিকী, মু. আয়ুব তাহেরীর, মাহমুদুল হক রাজিব, অ্যাড. আব্দুর রশিদ দৌলতী, জহির আহমদ সওদাগর, মু. আরিফ সওদাগর, মাওলানা আবুল কালাম, আল্লামা ইউনুচ রেজভী, মু. আবু ছালেহ আঙ্গুর, মু. হাসান আলী, কাজী মু. ফোরকান রেজা, মু. মিঞা জুনাইদ, এইচএম মন্জুরুল আনোয়ার, মাওলানা ইয়াকুর আলী ফারুকী, মাওলানা শাহ্ কুতুবউদ্দিন নূরী, মু. জাকারিয়া, মাওলানা আব্দুল কাদের রজভী ও মু. আয়ুব তাহেরী।

আরও বক্তব্য রাখেন মাওলানা আবু নূর মু. হাস্সান নূরী, এসএম ইকবাল বাহার, মু. ওসমান জাহাঙ্গীর, মাওলানা মু. আবু ছৈয়্যদ, মাওলানা নাজিম উদ্দিন নূরী, অ্যাড. মু. আলমগীর, ইঞ্জি. মু. জাহেদ, নুরুল হুদা মু. আক্কাস, মু. আমান উল্লাহ, মু. আরাফাত আলী রুবেল, মু. শাহীন সুজন, মু. সিরাজুল ইসলাম, মু. জাকির হোসাইন সওদাগর, মু. আব্দুস শুক্কুর, মু. শফিক, মু. সরোয়ার, মাওলানা মু. আযিয, মু. আলী হোসেন, মু. ইকবাল, মু. মু. সাফওয়ান নূরী ও মু. শাহজাহান।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!