মরক্কোতে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে লাশের পাহাড়

মরক্কোতে ভূমিকম্পে লাশের পাহাড় জমেছে। প্রাণহানি ছাড়িয়েছে দুই হাজার। আহত হয়েছে অন্তত দুই হাজার। এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ভূমিকম্পে অন্তত ২ হাজার ১২ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে ২ হাজার ৫৯ জন। এদের মধ্যে ১ হাজার ৪০৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

গত শুক্রবার রাতে (স্থানীয় সময় ১১টা ১১ মিনিট) মরক্কোতে আঘাত হানে শক্তিশালী ভূমিকম্প। মরক্কোতে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প ছিল এটি। এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৮।

এদিকে ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় মরক্কোতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

অপরদিকে  এ ঘটনায় মরক্কোর প্রতি সমবেদনা জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান। বাসস জানায়, এ ঘটনায় শনিবার বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন।

এছাড়া ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পক্ষ থেকেও জানানো হয়েছে সমবেদনা।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!