ব্যাংকের ১২৮ কোটি টাকা মেরে দিল বলাকা গ্রুপের মালিক, ক্রোক হবে সম্পক্তি

১২৮ কোটি টাকা ঋণখেলাপি মামলায় নূর উন নবী নামের এক ব্যবসায়ীর ২৭০ শতক স্থাবর সম্পত্তি ক্রোক করার নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১ জুন) চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মো. মুজাহিদুর রহমান এ আদেশ দেন।

ব্যবসায়ী নূর-উন-নবী বলাকা গ্রুপ ও মেসার্স আক্তার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী।

আরও পড়ুন: আরএসআরএম’র ফাঁদে ১০ ব্যাংকের ২২০০ কোটি টাকা, খেলছে পিতা-পুত্র

বিষয়টি নিশ্চিত করে অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, বলাকা গ্রুপ ও মেসার্স আক্তার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী নূর উন নবীর বিরুদ্ধে অর্থঋণ আদালতে মামলা করে বাংলাদেশ কমার্স ব্যাংক আগ্রাবাদ শাখা। মামলায় নূর উন নবীর স্থাবর সম্পত্তি ক্রোকের আবেদন করে ব্যাংক কর্তৃপক্ষ। এই আবেদনের বিরুদ্ধে উভয়পক্ষের যুক্তিতর্ক ও শুনানি শেষে আদালত ব্যবসায়ী নূর উন নবীর দক্ষিণ কাট্টলী ও দক্ষিণ পতেঙ্গা মৌজার ২৭০ দশমিক ৯ শতক স্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন।

ব্যাংকের পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট এএম জিয়া হাবীব আহসান, সিনিয়র অ্যাডভোকেট সৈয়দ আনোয়ার হোসেন, অ্যাডভোকেট মো. সাইফুদ্দিন খালেদ ও অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর হোসেন।

অন্যদিকে ব্যবসায়ী নূর উন নবীর পক্ষে মামলা পরিচালনা করেন সিনিয়র অ্যাডভোকেট এসএম শওকত হোসাইন, অ্যাডভোকেট রফিকুল আলম ও অ্যাডভোকেট ইসরাত জাহান চৌধুরী।

আরএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!