বেপরোয়া মাইক্রোবাস পিষে মারল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষককে

হাটহাজারীতে মাইক্রোবাস–স্কুটি সংঘর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. আফতাব হোসাইন (৪১) নিহত হয়েছেন।

শুক্রবার (২ সেপ্টেম্বর) রাত ১টার দিকে হাটহাজারী থানাধীন বিশ্ববিদ্যালয়ের ১ নং গেইট মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, বেপরোয়া মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত শিক্ষককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পুলিশ চালককে আটক করেছে।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান আলোকিত চট্টগ্রামকে বলেন, হাটহাজারী থানাধীন বিশ্ববিদ্যালয়ের ১নং গেইট সড়কে মাইক্রোবাস ও স্কুটির সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক। তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শিক্ষকের ভাই মাহতাব হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, মূলত স্কুটি চালিয়ে তিনি (ড. আফতাব) ক্যাম্পাসের দিকে ফিরছিলেন। পেছন থেকে আসা বেপরোয়া একটি মাইক্রোবাস চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে চমেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ড. আফতাব হোসাইনের বাড়ি চট্টগ্রামের পটিয়ায়। তার স্ত্রী সাইয়েদা ইসমত আরাও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের শিক্ষক।

এআইটি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!