বেপরোয়া গতির ড্যাম্পার ট্রাকে শিশুসহ বাবা নিহত, মাসহ রক্তাক্ত ৩

বাঁশখালী-সাতকানিয়া সড়কের ছনখোলা এলাকায় ড্যাম্পার ট্রাক চাপা দিয়েছে অটোরিকশাকে। এতে বাবা-ছেলের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) বিকালে এ দুর্ঘটনা ঘটে। এতে ছেলের মাসহ আরো ৩ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।

নিহতরা হলেন- অটোরিকশার যাত্রী ছোটন (৩৪) এবং তার ছেলে শুভ্র (৬)। আহতরা হলেন- শুভ্রের মা সোনালী (২৫), চালক মো. মর্তুজা আলী (৩১) ও মো. পারভেজ নামের আরেক যাত্রী।

আরও পড়ুন : মামলার পরও বেপরোয়া—কিশোর গ্যাংয়ের ৫ জন ধরা পড়ল অস্ত্রসহ

আহতদের প্রথমে গুনাগরীর দুটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। নিহতদের লাশ হাসপাতালে রয়েছে।

পুলিশ জানায়, নিহত ছোটন বাঁশখালীর কালীপুর গ্রামের শ্বশুড়বাড়ি থেকে স্ত্রী সোনালী ও ছেলে শুভ্রকে নিয়ে নিজবাড়ি বান্দরবান যাচ্ছিলেন। শ্বশুড়বাড়ির অদূরে ছনখোলা এলাকায় সড়কে ড্যাম্পারচাপায় ছেলেসহ প্রাণ হারান ছোটন। তার স্ত্রীর অবস্থাও আশঙ্কাজনক। ড্যাম্পারটি প্রধান সড়কে বেপরোয়া গতিতে চলছিল।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন আলোকিত চট্টগ্রামকে বলেন, ঘটনাস্থলটি সাতকানিয়া থানা এলাকায়। তারপরও দুর্ঘটনার পর বাঁশখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের সহযোগিতা করেছে। এ ব্যাপারে সাতকানিয়া থানা পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

উজ্জ্বল/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!