বিষ ঢেলে নষ্ট করা হলো লাখ লাখ টাকার মাছ, অভিযোগ দেবেন না হ্যাচারি মালিক

মিরসরাইয়ে রাতের আঁধারে একটি মাছের হ্যাচারিতে বিষ ঢেলে কয়েক লাখ টাকার মাছ মারার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার মিঠানালা ইউনিয়নের পূর্ব মিঠানালা গ্রামের আল আমিন মৎস্য অ্যান্ড ডেইরি খামারের হ্যাচারিতে এ ঘটনা ঘটে।

প্রতিষ্ঠানের মালিক আবু জাহেদ সরকার অভিযোগ করে বলেন, কে বা কারা রাতের আঁধারে আমার হ্যাচারিতে বিষ প্রয়োগ করে কয়েক লাখ টাকার মাছ মেরে ফেলেছে।

আরও পড়ুন: মা চলে গেল বাপের বাড়ি, বাবা দিল ৩ সন্তানের মুখে বিষ

অভিযোগের সত্যতা খুঁজতে বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে সরেজমিন ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, হ্যাচারি থেকে তোলা মরা মাছগুলোর বেশিরভাগই তেলাপিয়া প্রজাতির। এছাড়া হ্যাচারিতে থাকা অন্য মাছগুলোও পানির উপরে ভাসছে।

পানিতে বিষ ঢেলে দেওয়ার বিষয়টি কীভাবে নিশ্চিত হয়েছেন- এ প্রশ্নের জবাবে হ্যাচারির মালিক আবু জাহেদ সরকার বলেন, আমরা যারা খামার করি তারা স্বাভাবিকভাবেই বুঝতে পারি কীভাবে মাছ মারা যায়। তবে কারা, কেন এ ঘটনা ঘটিয়েছে জানি না। এ ঘটনায় আমি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করতে চাই না। কারণ অভিযোগ করলেও কোনো প্রতিকার পাব না।

এ বিষয়ে জানতে মিরসরাই উপজেলা মৎস্য কর্মকর্তা নাছিম আল মাহমুদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

আজিজ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!