বিশ্বের বুকে বাংলাদেশ

আজ ১৬ ডিসেম্বর, বিশ্বের বুকে জন্ম নেওয়া বাংলাদেশের জন্মদিন। পরাধীনতার শৃঙ্খল থেকে বীর বাঙালির মুক্তির দিন। বিজয়ের ৫২ বছর পূর্তি আজ। ১৯৭১ সালের এ দিনেই পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে স্বাধীন হয় লাল-সবুজের দেশ ‘বাংলাদেশ’।

লাখ লাখ বীর বাঙালির জীবন উৎসর্গ ও মা-বোনের ইজ্জতের বিনিময়ে আমাদের এ স্বাধীনতা। ১৯৭১ সালের ২৬ মার্চ শুরু হওয়া স্বাধীনতার লড়াই ১৬ ডিসেম্বর বিজয়ের পূর্ণতায় ধরা দেয় পাক বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে।

এর আগে ৭ মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ভাষণে বীর বাঙালিকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করেছিলেন। নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর পাকিস্তানি দখলদার বাহিনী এ দিনে যৌথবাহিনীর (মুক্তিবাহিনী ও ভারতের পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডের) কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল।

১৯৭১ সালের ১৬ ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) পাকিস্তানের পক্ষে আত্মসমর্পণের দলিলে সই করেন জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি। তিনি যৌথবাহিনীর প্রধান জেনারেল জেনারেল জগজিৎ সিং অরোরার কাছে আত্মসমর্পণ করেন।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!