বিরল ঘটনা—চিতা বিড়াল জন্ম দিল ৩ বাচ্চা

চট্টগ্রাম চিড়িয়াখানায় এবার আরেকটি ‘বিরল’ ঘটনা ঘটেছে। সোমবার (২০ সেপ্টেম্বর) ক্যাপটিভ অবস্থায় চিতা বিড়াল জন্ম দিয়েছে তিনটি বাচ্চা।

ক্যাপটিভ অবস্থায় বাচ্চা দেওয়ার ঘটনা খুবই বিরল। চট্টগ্রাম চিড়িয়াখানার জন্যও এটি নতুন অভিজ্ঞতা।

আরও পড়ুন : বিরল রঙের বাঘের ঘরে ‘নতুন অতিথি’—চিড়িয়াখানায় খুশি

চট্টগ্রাম চিড়িয়াখানার ভারপ্রাপ্ত কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ আলোকিত চট্টগ্রামকে বলেন, লিওপার্ড ক্যাটের (চিতা বিড়াল) ক্যাপটিভ ব্রিডিং খুবই বিরল ঘটনা। আমার জানা মতে, বাংলাদেশে ক্যাপটিভ অবস্থায় চিতা বিড়াল শুধু চট্টগ্রাম চিড়িয়াখানায় রয়েছে। এ অবস্থায় এরা সচরাচর বাচ্চা দেয় না। তবে ২০২০ সালের ফেব্রুয়ারিতে হাঙ্গেরির ডেভরিসেন চিড়িয়াখানায় ক্যাপটিভ অবস্থায় একটি পুরুষ বাচ্চার জন্ম হয়। এছাড়া পাটনা চিড়িয়াখানায়ও ক্যাপটিভ ব্রিডিংয়ের রেকর্ড আছে। বর্তমানে চিতা বিড়ালে বাচ্চাগুলো সুস্থ অবস্থায় তার মায়ের সঙ্গেই রয়েছে।

এই Leopard cat এর বৈজ্ঞানিক নাম Prionailurus bengalensis।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!