বিনামূল্যে রেজিস্ট্রেশন—প্রথম দিনেই করোনার টিকার জন্য নিবন্ধন ৫০০ দুস্থের

চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল ও চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজের উদ্যোগে করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকার বিনামূল্যে অনলাইন রেজিস্ট্রেশন কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৭ জুলাই) সকালে নগরের হাজিরপুল ঈদগাহ মাঠে এটির উদ্বোধন করা হয়। ডেভেলপমেন্ট ফর অ্যাডুকেশন সোসাইটি অ্যান্ড হেলথের সেক্রেটারি ও চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মুসলিম উদ্দিন সবুজের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিজিএমইএ’র সহ-সভাপতি ও ওয়েল গ্রুপের ডিরেক্টর সৈয়দ নজরুল ইসলাম।

অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের প্রধান উদ্যেক্তা ও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক ডা. বিদ্যুৎ বড়ুয়া।

বিশেষ অতিথি ছিলেন ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শাহজাহান ও মহানগর যুবলীগের সদস্য কফিল উদ্দিন।

স্বাগত বক্তব্য দেন হাজিরপুল যুব সংঘের পরিচালক মো. মিছবাহ ইবনে হাকিম।

আমন্ত্রিত অতিথিরা ফিতা কেটে করোনা টিকার অনলাইন রেজিস্ট্রেশন কেন্দ্রের উদ্বোধন করেন।

উদ্বোধনের প্রথমদিনেই পাঁচ শতাধিক গরিব-অসহায় মানুষ টিকার জন্য নিবন্ধন সম্পন্ন করেন।

হাজীরপুল যুব সংঘের ব্যবস্থাপনায় অনলাইন রেজিস্ট্রেশন কেন্দ্রে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চারটি বুথের মাধ্যমে বিনামূল্যে রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে।

প্রধান অতিথি সৈয়দ নজরুল ইসলাম বলেন, ‘সবার টিকা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে অনেক দেশ থেকে কয়েক লাখ টিকা এসে পৌঁছেছে। আরও টিকা আনার কাজ চলমান রয়েছে। শরীরে অ্যান্টিবডি তৈরি হওয়ায় করোনাকে প্রতিরোধ করতে পারছেন অনেক টিকাগ্রহীতা।’

ডা. বিদ্যুৎ বড়ুয়া বলেন, ‘করোনা প্রতিরোধক টিকা প্রাপ্তিতে অনলাইন রেজিস্ট্রেশন কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। করোনার দুঃসময়ে এমন উদ্যোগের ফলে গরিব-অসহায় অনেক মানুষ সহজে টিকার জন্য আবেদন সম্পন্ন করতে পারবেন। এটি অনেকের জন্য বয়ে আনবে স্বস্তি।’

অধ্যাপক ডা. মুসলিম উদ্দিন সবুজ বলেন, ‘বিশেষ করে গরিব-অসহায় মানুষদের করোনা নিবন্ধন নিশ্চিত করার লক্ষে অনলাইন রেজিস্ট্রেশন কেন্দ্রের উদ্যোগ নেওয়া হয়েছে। টিকা নিতে আগ্রহী যে কেউ কেন্দ্রে এসে একেবারে বিনামূল্যে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।’

আগামীতে রেজিস্ট্রেশন বুথের সংখ্যা আরও বাড়ানোর কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!