বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে রুমনকে খুনের অভিযোগ মায়ের

মিরসরাইয়ে আওয়ামী লীগ ও বিএনপির দুপক্ষের সংঘর্ষে ছাত্রলীগ কর্মী জাহেদ হাসান রুমন হত্যাকাণ্ডের ঘটনায় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যানকে প্রধান আসামি করে মামলা করা হয়েছে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে নিহতের মা খালেদা আক্তার বাদী হয়ে জোরারগঞ্জ থানায় এ মামলা করেন।

আরও পড়ুন : পুলিশের মামলায় মিরসরাইয়ের ১৩ বিএনপি নেতা জেলে

পুলিশ জানায়, হামলার ঘটনার পর শুক্রবার সন্ধ্যায় ৫ জনকে আটক করা হয়। এদের মধ্যে একজনকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি চারজনকে মামলায় অন্তর্ভুক্ত করে মোট ১৫ জনের নাম উল্লেখসহ ৬০-৭০ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে।

এ বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) মো. মনিরুল ইসলাম বলেন, নিহত রুমনের মা খালেদা আক্তার বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৬০-৭০ জনকে আসামি করে মামলা করেছেন। এদের মধ্যে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

প্রসঙ্গত, শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় ওচমানপুর ইউনিয়নের আজমপুর বাজারে আওয়ামী লীগ ও বিএনপির দুপক্ষের সংঘর্ষে নিহত হন কিশোর জাহেদ হাসান রুমন। এ ঘটনায় আহত হন ছাত্রলীগ-যুবলীগের আরও ৫ নেতাকর্মী।

এএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!