বায়েজিদে পাহাড় কেটে ‘সমতল’, মামলা খেল দুই তরুণীসহ ১১ লোক

নগরের বায়েজিদ বোস্তামি এলাকায় পাহাড় কাটার দায়ে ১১ জনকে আসামি করে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপরে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল মতিন বাদী হয়ে বায়েজিদ থানায় মামলা দায়ের করেন।

আরও পড়ুন : রাতের আঁধারে পাহাড় কাটেন কুদ্দুস

মামলার আসামিরা হলেন- হাফেজ মু. তৈয়ব (৫৫), মোস্তাক আহম্মেদ (৪৫), আজিজুল হক (৩৫), আব্দুল মান্নান (৩৫), আব্দুল মাবুদ (৪৫), ইমরান হোসেন (৫০), আনছার উল্লাহ (৩৮), রোকেয়া বেগম (৩৫), সিপতাহুল জান্নাত (২০), কামরুন নাহার (২৪) ও দেলোয়ার হোসেন (৭০)।
অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল মতিন আলোকিত চট্টগ্রামকে বলেন, নগরের বায়েজিদ থানার ২ নম্বর জালালাবাদ ওয়ার্ডের আরেফিন নগর তা’লীমূল কোরআন মাদ্রাসার পাশে অবৈধভাবে পাহাড় কেটে বসবাসের উদ্দেশ্য ঘর নির্মাণের পাশাপাশি নলকুপ তৈরির কাজ চলছিল। খবর পেয়ে সরজমিন অনুসন্ধান করে পাহাড় কাটার সত্যতা পেয়ে ১১ জনকে আসামি করে বায়েজিদ থানায় মামলা দায়ের করা হয়।
আরএন/এসআর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!