বাড়ছে বায়ুদূষণ, শীর্ষে ঢাকা

ঢাকায় বাড়ছে বায়ুদূষণ। বায়ুদূষণে এবার তালিকার শীর্ষে পৌঁছে গেছে রাজধানী ঢাকা।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল ৮টা ২২ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

তালিকার শীর্ষে থাকা ঢাকার স্কোর ২৯৮। অর্থাৎ এখানকার বাতাস খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

এর পরেই রয়েছে ভারতের দিল্লি। তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে যথাক্রমে ভিয়েতনামের হ্যানয় ও পাকিস্তানের করাচি। এ দুশহরের বায়ুও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

এদিকে বায়ুদুষণের তালিকার পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তানের আরেক শহর লাহোর।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!