বাইডেনের সঙ্গে ফোনালাপ, গাজায় ত্রাণ প্রবেশের পথ খুলল ইসরায়েল

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনালাপের পরপরই গাজায় ত্রাণ প্রবেশের জন্য দুটি পথ খোলার অনুমোদন দিয়েছে ইসরায়েল।

উত্তর গাজার ইরেজ গেট যুদ্ধ শুরুর পর এই প্রথম অস্থায়ীভাবে খোলা হবে। মানবিক সহায়তা প্রবেশের জন্য খুলে দেওয়া হবে আশদোদ বন্দরও। জর্ডান থেকে আসা ত্রাণ কেরেম শালোম ক্রসিং দিয়ে প্রবেশের অনুমতি দেওয়া হবে।

গাজায় সাত ত্রাণকর্মী নিহত হওয়ার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ফোনালাপ হয়। এর পরপরই ত্রাণ প্রবেশের নতুন পথ খোলার অনুমোদন এলো।

এদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদ ইসরায়েলের ঘোষিত পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। তারা বলছে, পদক্ষেপ দ্রুত এবং পুরোপুরি বাস্তবায়ন করতে হবে।

প্রসঙ্গত, গাজায় যুদ্ধ শুরুর পর ইসরায়েলি হামলায় ৩৩ হাজারের বেশি মানুষের প্রাণ গেছে বলে জানিয়েছে হামাস শাসিত স্বাস্থ্য মন্ত্রণালয়।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!