বাঁশখালীতে স্ক্যাভেটর ফেলে পালিয়ে গেল পাহাড়খেকোরা

বাঁশখালীর নাপোড়া বাজার শমসিয়াঘোনা এলাকায় পাহাড়কাটার সময় একটি স্ক্যাভেটর জব্দ করেছে স্থানীয় প্রশাসন। সোমবার (২২ আগস্ট) বিকেলে অভিযান চালিয়ে এটি জব্দ করা হয়।

বাঁশখালী উপজলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মাহমুদুল হাসান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

তিনি বলেন, অবৈধভাবে পাহাড়কাটা রোধে বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নাপোড়া বাজার এলাকার শমসিয়াঘোনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় পাহাড় কাটায় ব্যবহৃত একটি স্ক্যাভেটর জব্দ করে স্থানীয় ওয়ার্ড সদস্য সুজিত কান্তি বৈদ্যর জিম্মায় দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে মাটি কাটার সঙ্গে জড়িতরা পালিয়ে যান।

একই অভিযানে পচা মিষ্টি বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ, পচা-বাসি খাবার তৈরি ও পরিবেশন করায় নাপোড়া বাজারের ভাই ভাই মৌসুমী হোটেলকে ৫ হাজার টাকা ও এসএন হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এনইউএস/এসআই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!