মিরসরাইয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিবন্ধন না থাকায় বন্ধ হলো ৩ ডায়াগনস্টিক সেন্টার

মিরসরাইয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিবন্ধন না থাকায় তিনটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মু. মিনহাজ উদ্দিন অভিযান চালিয়ে এসব ডায়াগনস্টিক সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেন।

ডায়াগনস্টিক সেন্টারগুলো হলো-জননী ক্লিনিক্যাল ল্যাব, মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার ও করেরহাট ডিজিটাল ল্যাব ডায়াগনস্টিক সেন্টার।

আরও পড়ুন: সময় পেল ৩ দিন, বন্ধ হয়ে যাবে সীতাকুণ্ডের ক্লিনিক প্যাথলজি

অভিযানে উপস্থিত ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর শংকর প্রসাদ বিশ্বাস ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ মো. আরিফুল ইসলাম।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মু. মিনহাজ উদ্দিন বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। আজ (মঙ্গলবার) উপজেলার বিভিন্ন বাজারে ৭টি ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করা হয়।

তিনি বলেন, নিবন্ধন না থাকায় বারইয়ারহাট বাজারের জননী ক্লিনিক্যাল ল্যাব, মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার ও করেরহাট বাজারের করেরহাট ডিজিটাল ল্যাবের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়।

এএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!