পাওনাদার বের হতেই দরজা বন্ধ করে ঝুলল ফাঁসিতে

রাউজানে দিদারুল আলম (৬০) নামে ঋণগ্রস্ত এক মধ্যবয়সী আত্মহনন করেছেন।

মঙ্গলবার (১৬ মে) দুপুরে নোয়াপাড়া ইউনিয়নের মোকামিপাড়ার প্রতিবেশী মো. ইউনুছের ঘরে এ ঘটনা ঘটে। দিদারুল আলম একই ইউনিয়নের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশী ইউনুছের কাছ থেকে দিদারুল আলম টাকা ঋণ নেন। পরে পাওনা টাকার জন্য দিদারুলকে চাপ দেন ইউনুছ। আজ (মঙ্গলবার) দুপুর দিদারুলকে ইউনুছ ঘরে বসিয়ে রেখে বাইরে গেলে তিনি দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

আরও পড়ুন: লামায় অভিমানে ফাঁসিতে ঝুলল নারী ডাক্তার

এ বিষয়ে নোয়াপাড়া ইউনিয়ন চেয়ারম্যান বাবুল মিয়া আলোকিত চট্টগ্রামকে বলেন, দিদারুল আলমের কাছে এলাকার অনেক লোক টাকা পাওনা রয়েছে। পাওনা টাকা না দিয়ে তিনি পালিয়ে বেড়াতেন।

যোগাযোগ করা হলে রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন আসার পর মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে।

এসএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!