লামায় অভিমানে ফাঁসিতে ঝুলল নারী ডাক্তার

লামায় সায়েদা আক্তার মিলি (২৯) নামে এক নারী চিকিৎসক আত্মহত্যা করেছেন। তিনি রুপসীপাড়া ইউনিয়নের দরদরী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপসহকারী মেডিকেল অফিসার ছিলেন।

মঙ্গলবার (৯ মে) সকাল ১১টার দিকে পৌরসভা এলাকার মধুঝিরি গ্রামে এ ঘটনা ঘটে।

সায়েদা আক্তার মিলি পৌরসভা এলাকার মধুঝিরি গ্রামের বাসিন্দা মো. আবুল কালামের মেয়ে।

আরও পড়ুন: রাউজানে যাত্রীর বেশে থাকা নারীর সঙ্গে ২২ লিটার মদ

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমাবার বিকেলের দিকে সায়েদা আক্তার মিলির সঙ্গে মা পাপিয়া সুলতানা রুপনার কথা কাটাকাটি হয়। আজ (মঙ্গলবার) মা স্কুলে যাওয়ার পর সকাল ১১টার দিকে ছোট ভাই জিসানকে দোকানে নাস্তা আনতে পাঠিয়ে গলায় ফাঁস দেন মিলি।

পরে জিসান নাস্তা নিয়ে ঘরে ফিরে বোনকে ঝুলতে দেখে প্রতিবেশীদের সহায়তায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে দায়িত্বরত চিকিৎসক মিলিকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল ইসলাম চৌধুরী আলোকিত চট্টগ্রামকে বলেন, সায়েদা আক্তার মিলির লাশের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত ১১ মার্চ উপজেলার গজালিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপসহকারী মেডিকেল অফিসার মেঘলা আত্মহত্যা করেন।

ইএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!