বড় ভাইকে ফেলে মাছ ধরতে যাওয়াই কাল হলো যুবকের

মিরসরাইয়ে সাগরে মাছ ধরতে গিয়ে লাশ হয়ে ফিরেছেন মো. সবুজ (৫০) নামের এক অটোরিকশা চালক।

সোমবার (৪ সেপ্টেম্বর) উপজেলার সাহেরখালী স্লুইস গেট এলাকায় এ ঘটনা ঘটে। সবুজ উপজেলার মঘাদিয়া ইউনিয়ন সরকার তালুক গ্রামের জিন্নাত আলী মুহুরী বাড়ির মো. নুরুল আমীনের ছেলে

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে সবুজ তার বড় ভাই দিদারুল আলমের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরের সাহেরখালী ইউনিয়নের দক্ষিণ মঘাদিয়ার চায়না ৩ নম্বর জেটি এলাকায় সাগরে মাছ ধরতে যান। দুপুর দুভাই ফিরে আসে। পরে ফের সাগরে গিয়ে জাল মারে সবুজ। এসময় সাগরের স্রোত থাকায় জাল আটকে যায়। একপর্যায়ে জালে আটকে ডুবে যান তিনি। অনেক খোঁজাখুজি করে না পেয়ে ইঞ্জিনচালিত বোটের নোঙর ফেলে জাল শনাক্ত করে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

মঘাদিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য রবিউল হোসেন বলেন, সবুজ পেশায় অটোরিকশা চালক। সে ৪ সন্তানের জনক।

যোগাযোগ করা হলে চরশরত পুলিশ ক্যাম্পের দায়িত্বরত ইন্সপেক্টর মো. হাবিবুর রহমান বলেন, সাহেরখালী স্লুইস গেট এলাকায় সাগরে মাছ ধরতে গিয়ে আটকে পড়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গেলেও কাউকে পাইনি। স্থানীয়দের সঙ্গে কথা বলে জেনেছি, এক ব্যক্তি মাছ ধরতে গিয়ে আটকে পড়ে। পরে স্বজনরা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এএ/আলো

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!