বকেয়া বেতন না দিয়েই হঠাৎ বন্ধ ‘বেইজ টেক্সটাইল’, শ্রমিকরা রাস্তায়

চট্টগ্রামে ‘বেইজ টেক্সটাইল’ নামে একটি পোশাক কারখানার শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এ সময় সড়কে যানজটের সৃষ্টি হয়।

বুধবার (২৭ জুলাই) সকালে বাহির সিগন্যাল এলাকায় এ বিক্ষোভ করেন প্রতিষ্ঠানটি শ্রমিকেরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নগরের বাহির সিগন্যাল এলাকার বেইজ টেক্সটাইল শ্রমিকদের বেতন পরিশোধ না করে হঠাৎ বন্ধ করে দেওয়া হয়। ফলে শ্রমিকরা কাজে যোগ দিতে পারেনি। তাই বকেয়া বেতনের দাবিতে এ পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। আধাঘণ্টা ধরে সড়কে বিক্ষোভের পর পুলিশের হস্তক্ষেপে শ্রম আদালতের লোকজন পাওনা আদায়ে সহায়তার আশ্বাস দিলে তা প্রত্যাহার করেন শ্রমিকরা।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুর রহমান আলোকিত চট্টগ্রামকে বলেন, বেইজ টেক্সটাইল নামে একটি পোশাক কারখানা শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ না করে হঠাৎ আজ বন্ধ রাখায় শ্রমিকরা কাজ করতে পারেনি। এভাবে হুট করে প্রতিষ্ঠানটি বন্ধ রাখায় শ্রমিকরা বাহির সিগন্যাল মোড়ে সড়কে আধঘণ্টা ধরে বিক্ষোভ করে যান চলাচলে বিঘ্ন ঘটায়। পরে পুলিশের হস্তক্ষেপে বকেয়া পাওনা আদায়ের আশ্বাস পেয়ে শ্রমিকেরা বিক্ষোভ প্রত্যাহার করেন।

জেএন/এসআই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!