বউয়ের মামলায় জেলে আইনজীবী জামাই

স্ত্রীর যৌতুক মামলায় শুভ ধর (৩৮) নামে এক আইনজীবীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (২১ মে) চট্টগ্রাম প্রথম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

অভিযুক্ত শুভ ধর চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য ও পটিয়ার ছনহরা এলাকার দেবেন্দ্র মাস্টার বাড়ির অশোক কুমার ধরের ছেলে। তার এক পুত্র সন্তানও রয়েছে।

আরও পড়ুন: চট্টগ্রামে ছাত্রীকে হোটেলে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা, সেই ওসি জেলে

বিষয়টি নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী এএসএম নূরে খোদা বলেন, স্ত্রীর করা যৌতুক মামলায় আইনজীবী শুভ ধর আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৬ ফেব্রুয়ারি হিন্দুধর্মের শাস্ত্র মেনে বাঁশখালী উপজেলার এক তরুণীর সঙ্গে আইনজীবী শুভ ধরের বিয়ে হয়। বিয়ের পর বোনের বাড়িতে থেকে স্ত্রীকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। এছাড়া সন্তানের ভরণপোষণ দেন না তিনি। এসব ঘটনায় আইনজীবী স্বামীর বিরুদ্ধে লিগ্যাল এইডের সহায়তায় আদালতে মামলা করেন স্ত্রী।

আরএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!