ফিউশনের চমক—দেশি পোশাকে চোখধাঁধানো ফ্যাশন শো

ঈদকে উপলক্ষ করে নতুন চমক রাখে ফিউশন। অতীতের সেই ধারা অটুট রয়েছে এবারও। ঈদকে সামনে রেখে জমকালো ফ্যাশন শো’র মাধ্যমে চট্টগ্রামে প্রথমবারের মতো করেছে ‘ঈদ ফ্যাশন প্রেস শো ২০২৩’। অনন্য এ আয়োজনের নেপথ্যের কারিগর ছিলেন ফিউশন পরিচালক মো. সাইফুদ্দিন আজাদ।

চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে ২০ মার্চ সন্ধ্যা ৭টায় শুরু হয় বর্ণিল এ আয়োজন। এতে প্রধান অতিথি ছিলেন বিজিএমইএর প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম।

অতিথি ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহসভাপতি রুবেল খান ও সাংস্কৃতিক সংগঠক সাংবাদিক রুপম চক্রবর্তী।

অনুষ্ঠানে বিজিএমইএর প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম বলেন, আমাদের দেশীয় পোশাকশিল্প ক্ষুদ্র ব্যবসা থেকে ফ্যাশন হাউস হয়ে ওঠা এই কয়েক দশক ধরে। দেশীয় উদ্যোক্তাদের নানা সীমাবদ্ধতার মধ্যে দিয়ে যেতে হয়েছে। তবে এর মাঝেই এসেছে অনেক পরিবর্তন, বিবর্তন। যা দেশি প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক ব্রান্ড হতে সহোযোগিতা করছে।

বাংলাদেশি ফ্যাশনের যে বিবর্তন তাতে ক্রেতাদের ফ্যাশন-সচেতনতা বড় ভূমিকা রেখেছে বলে তিনি মন্তব্য করেন।

এর আগে এ আয়োজন উৎসর্গ করা হয় প্রয়াত শিল্পী খালিদ আহসান ও ফ্যাশান ডিজাইনার শিমুল খালেদকে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার আইভি হাসান, সুলতানা নূরজাহান রোজি, শাহতাজ মুনমুন, মো. সেলিম, সৌম্য চাকমা, কবিতা মোর্শেদ, মো. সাজেদ ও এমডি ফয়সাল।

আর উপস্থিত ছিলেন ব্লু মুনের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহেদুল ইসলাম।

বর্ণিল এ আয়োজনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল- মিয়া বিবি, ডল’স হাউস, নক্ষেত্র, ব্লু মুন, লুবনা হাউস, চারু চট্টগ্রাম, শিখর চট্টগ্রাম, আরেশ্বরী বুটিক পেরাবাহ, স্লীক এন্ড এলিগেন্স, বোরখা মেকার।

অনুষ্ঠানে পৃষ্ঠপোষক ছিল কাচ্চি ডাইন, বায়েজিদ  বিল্ডার্স, মিয়া বিবি , স্লীক এন্ড এলিগেন্স। সমর্থন অংশীদার ছিল- রিভার ভিউ হোটেল এন্ড রেস্টুরেন্টে, বিসর্গ।

সংক্ষিপ্ত আলোচনার পর শুরু হয় জমকালো ফ্যাশন শো। ঈদের সর্বশেষ ও এক্সক্লুসিভ নতুন ডিজাইনের কালেকশন প্রদর্শন করে ঈদ ফ্যাশন প্রেস শো ২০২৩।

দেশীয় ঐতিহ্য ও আন্তর্জাতিক চলের সংমিশ্রণের এই শো’তে যুক্ত হয়েছে নন্দনতত্বের প্রিন্টিংস, প্যাটার্নস, সিলোটিস ও স্টাইলের সমন্বয়। সঙ্গে ছিল আভিজাত্যের ছোঁয়া।

শুরুতেই ডিজাইনারদের নতুন ঈদ সংগ্রহ নিয়ে শুরু হয় র‌্যাম্প। পোশাক বৈচিত্র্যতা এবং ডিজাইন ভিন্নতায় শাড়ি-পাঞ্জাবি, সালোয়ার কামিজ- পাঞ্জাবি এবং শার্ট-টপস-বোরখাতে অংশ নেন মডেলরা।

দৃষ্টিনন্দন ফ্যাশন কোরিগ্রাফিতে ছিলেন লিটন দাস লিটু , আলমগীর হোসেন আলো, আরফান আবির ও আরিফুর রহমান। নৃত্যে ছিলেন ঝিকি চাকমা I

অনন্য এ আয়োজন সঞ্চালনা করেন আরাফাত রুপক ও নিশিতা বড়ুয়া।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!