কক্সবাজার থেকে ফেনসিডিল—বিয়ার আনছিল ২ যুবক, পটিয়ায় ধরল র‌্যাব

পটিয়ায় ৪ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ৪৫০ বোতল ফেনসিডিল ও ২১ ক্যান বিয়ারসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

রোববার (৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পটিয়া থানা এলাকা থেকে তাদের আটক করে র‌্যাব-৭।

আটকরা হলেন- কক্সবাজার জেলার চকরিয়া থানার মাস্টারপাড়ার মো. জাফর আলমের ছেলে মো. জাহাঙ্গীর (২৭) এবং কক্সবাজারের চকরিয়ার পশ্চিম সওদাগর ঘোনা এলাকার মৃত নুরুল আমিনের ছেলে মো. তারেকুর রহমান (২৪)।

আরও পড়ুন: প্রাইভেটকারে ৩০০ বোতল ফেনসিডিল নিয়ে যাচ্ছিল কাদের

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার আলোকিত চট্টগ্রামকে বলেন, একটি পিকআপে দুই মাদক কারবারি বিপুল পরিমাণ মাদক নিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে আসছে—এমন সংবাদে পটিয়া থানার মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করা হয়। পরে একটি পিকআপে তল্লাশি করলে বডিতে লুকানো দুটি পাটের বস্তা থেকে ৪৫০ বোতল ফেনসিডিল ও ২১ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। এ সময় জড়িত দুজনকে আটক ও পিকআপটি জব্দ করি।

তিনি আরও বলেন, আটকেরা দীর্ঘদিন ধরে বিভিন্ন মাদক কারবারির কাছ থেকে পাইকারি দামে মাদক সংগ্রহ করে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের পটিয়া থানায় হস্তান্তর করা হয়।

এএইচ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!